খবরের আলো:
দোহার-নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধিঃ করোনা ভাইরাসের কারণে বাজারে নিত্যপণ্যের সংকটের কথা বলে দাম বেশি রাখায় ঢাকার দোহারে চার ব্যবসায়ীকে জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।
বাজারে নিত্যপণ্যের দাম বেশি নেয়া হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে শুক্রবার সকালে দোহার উপজেলার প্রধান বাজার জয়পাড়া বাজারে অভিযান চালান উপজেলার নির্বাহী দুই ম্যাজিষ্ট্রেট উপজেলা নির্বাহী অফিসার আফরোজা আক্তার রিবা ও সহকারি কমিশনার (ভূমি) জ্যোতি বিকাশ চন্দ্র।
এসময় জয়পাড়া বাজারে চাল ব্যবসায়ী প্রশান্তকে ৫ হাজার টাকা, মো. জাহিদকে ২ হাজার এবং কাঁচামাল ব্যবসায়ীকে মো. সেলিমকে ১ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট।