শুক্রবার, ০৫ মার্চ ২০২১, ১২:৪৭ পূর্বাহ্ন
খবরের আলো :
মিজানুর রহমান স্বাধীন :বাংলাদেশের প্রধান বিমানবন্দর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর করনা ভাইরাসের আতঙ্কে প্রায় জনশূন্য হয়ে পড়েছে, নিরাপত্তার অভাবে কুকুরের আনাগোনা।
সাম্প্রতিককালে বিশ্বের অধিকাংশ দেশে ভয়াবহ করোনা ভাইরাসের কারণে বিশ্বের অধিকাংশ দেশ বিমান চলাচলের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে, যার কিছু প্রভাব বাংলাদেশে চলাচলকারি বিমানগুলোর উপরেও পড়েছে। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বাংলাদেশ থেকে বহির্বিশ্বের সাথে চলাচলকারি বিমানের উপরেও নিষেধাজ্ঞা আরোপ করেছে।
বর্তমানে বাংলাদেশের সাথে বিশ্বের অধিকাংশ দেশের বিমান চলাচল বন্ধ রয়েছে, করোনাভাইরাসের প্রভাব থেকে বাঁচতে বাংলাদেশ সরকার বিমান চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করলেও কিছু দেশের সাথে বিমান চলাচল আগের মতোই রয়েছে।
২২/০৩/২০২০ রাত ৮টার সময় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অবস্থা প্রায় জনশূন্য হয়ে পড়ে, প্রশাসনের করোনা বিরোধী সতর্কতার মধ্যে বিমানবন্দর ২ নং টার্মিনালের সামনে একটি কুকুরকে ঘোরাঘুরি করতে দেখা যায়। জীব যন্ত্র থেকে করোনাভাইরাস ছড়ানোর আশঙ্কা থাকলেও বিমানবন্দরের মতো স্পর্শ কাতর স্থানে কিভাবে একটি কুকুর ঘোরাফেরা করে তা রীতিমত চিন্তার বিষয়।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উদাসীনতার কারণেই শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনালে এভাবেই বহিরাগত কুকুরের আনাগোনা দেখা যায় বলে যাত্রীরা জানায়।