বৃহস্পতিবার, ০৪ মার্চ ২০২১, ০৮:২০ পূর্বাহ্ন
খবরের আলো ডেস্ক :
প্রাণঘাতী করোনা ভাইরাসের আতঙ্কে কাঁপছে গোটা বিশ্ব। ভাইরাসটির উৎপত্তিস্থল চীন। তবে করোনায় আক্রান্ত হয়ে মৃতের সংখ্যার দিক দিয়ে কয়েকদিন আগেই চীনকে ছাড়িয়ে গেছে ইতালি। এবার ইউরোপের আরেক দেশ স্পেনেও করোনায় মৃতের সংখ্যা ইতালিকে ছাড়িয়ে গেছে।
আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ড ওমিটারের তথ্য অনুযায়ী, চীনে করোনায় আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ৩ হাজার ২৮১ জন মারা গেছেন। ইতালিতে মারা গেছেন ৬ হাজার ৮২০ জন। আর স্পেনে এ পর্যন্ত ৩ হাজার ৪৩৪ জন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন।
ওয়ার্ল্ড ওমিটারের তথ্য অনুযায়ী, ইউরোপের দেশ স্পেনে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৫ হাজার ৫৫২ জন। দেশটিতে মোট করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা এখন ৪৭ হাজার ৬১০ জন। আর গত ২৪ ঘণ্টায় স্পেনে নতুন করে ৪৪৩ জন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন।
এ দিকে বিশ্বব্যাপী এখন পর্যন্ত ৪ লাখ ৩৫ হাজার ৩৬৬ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। আর এ পর্যন্ত সারা বিশ্বে করোনায় মারা গেছেন ১৯ হাজার ৬১৮ জন।