বুধবার, ০৩ মার্চ ২০২১, ০৯:৫৮ পূর্বাহ্ন
খবরের আলো :
হাবিবুর রহমান মাসুদ, স্টাফ রিপোটার : কলাপাড়ায় নোভেল করোনা ভাইরাস সম্পর্কিত সতর্ক লিফলেট বিতারণ করেছেন চৌকি আদালতের আইনজীবীরা। কলাপাড়া আইনজীবী সমিতির আয়োজনে আজ বেলা ১১ টায় কলাপাড়া জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টের সামনের সড়কে এসব লিফলেট বিতারণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন সিনিয়র সহকারী জজ মো. কামাল হোসেন, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. শোভন শাহরিয়ার, কলাপাড়া আইনজীবী সমিতির সভাপতি এ্যাডঃ চুন্নু তালুকদার, সাধারণ সম্পাদক আবদুস সালাম মিয়াসহ চৌকি আদালতে প্রাকটিসরত সকল আইনজীবীরা।