খবরের আলো :
নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর বদলগাছীতে বিদেশ ফেরৎ প্রবাসীদের বাড়ির সামনে স্টিকার লাগিয়ে হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করা হয়েছে।
২৪ মার্চ মঙ্গলবার থেকে উপজেলার বিভিন্ন ইউনিয়নে বিদেশ ফেরৎ প্রবাসীদের বাড়ির সামনে স্টিকার লাগানোর মাধ্যমে হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করছেন উপজেলা প্রশাসন।
মঙ্গলবার উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাঃআবু তাহির সামাজিক যোগাযোগ মাধ্যম
অফিসিয়াল ফেসবুক এ করোনা প্রতিরোধ ও জনসচেতনতা বাড়াতে প্রত্যোক বিদেশ ফেরৎ ব্যাক্তিদের বাড়ির সামনে সর্তকতা মূলক স্টিকার লাগিয়ে হোম কোয়ারেন্টাইন নিশ্চিত
করছেন বলে একটি স্ট্যাটাস দিয়েছে।
এসময় উপস্থিত ছিলেন বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) চৌধুরী জোবায়ের আহম্মদ সমাজ সেবা অফিসের ইউনিয়ন মাঠ কর্মী রজত গো স্বামী।
বদলগাছীতে করোনা ভাইরাস প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষে মাইকিং বিভিন্ন ভাবে জনসচেতনতা মূলক প্রচার প্রচারণা সহ পণ্যদ্রব্যর মূল্য স্থিতিশীল রাখতে নিয়মিত বাজার মনিটরিং ও বিদেশ ফেরৎ প্রবাসীদের হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করতে হোম কোয়ারান্টাইনে থাকা ব্যাক্তিদের কঠো নজরদারি রাখছেন উপজেলা প্রশাসন।
করোনা প্রতিরোধে চলমান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করায় সামাজিক যোগাযোগ মাধ্যমে
অসংখ্য মানুষ উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাঃআবু তাহির, সহকারী কমিশনার (ভূমি)নাহারুল ইসলাম, ও বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা চৌধুরী জোবায়ের আহম্মদ কে আন্তরিক কৃতজ্ঞতাও অভিনন্দন জানিয়েছেন।