খবরের আলো :
মুশফিকুর রহমান শাওন বরিশাল : বরিশালের বাকেরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় জাতীয় জেল হত্যা দিবস পালিত হয়েছে। ৩ নভেম্বর (শনিবার) সকাল ৮ টায় জাতীয় জেল হত্যা দিবস উপলক্ষে চার নেতাসহ সকল শহীদদের স্মরণে পুস্প অর্পন, সকাল ১০ টায় আলোচনা সভা ও বিকেল ৫ টায় শোক র্যালীর মধ্য দিয়ে দিনটি পালন করা হয়। উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মো. লোকমান হোসেন ডাকুয়া’র সভাপতিত্বে শোক র্যালীতে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান ও আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব শামসুল আলম চুন্নু, সহ-সভাপতি মিজানুর রহমান মিজান, সাংগঠনিক সম্পাদক মো. মনিরুজ্জামান ডাকুয়া, মো. জয়নুল আবেদীন, দপ্তর সম্পাদক আবুল হোসেন খলিফা, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ মোজাম্মেল হোসেন, অমল চন্দ্র দাস শিবু, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও কাউন্সিলর মো. মোকলেচুর রহমান, পৌর আওয়ামীলীগের সভাপতি মো. মশিউর রহমান জোমাদ্দার, সাধারণ সম্পাদক মো. মাসুদ আকন, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি শাহ আলম ঢালী, সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম সেন্টু, পৌর যুবলীগের সভাপতি ও কাউন্সিলর আলহাজ্ব খন্দকার জিয়াউর রহমান রিপন, সাধারণ সম্পাদক আবুল কালাম, শ্রমিকলীগ সভাপতি কালাম ডাকুয়া, ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, জাহিদুল হাসান বাবু, উপজেলা ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলাম ডাকুয়া, সহ-সভাপতি সাজ্জাদুর রহমান খাজা, দপ্তর সম্পাদক রিয়াজুল ইসলাম রিজু, পৌর ছাত্রলীগ সভাপতি কাওসার আহম্মেদ, সরকারি বাকেরগঞ্জ কলেজ ছাত্রলীগ সভাপতি শেখ মহিদুল ইসলাম মিরাজ, সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান দোলন, সাংগঠনিক সম্পাদক আসাদুল ইসলাম রাজু প্রমুখ। এসময় পৌর মেয়র বলেন, বঙ্গবন্ধুকে হত্যার পর জাতীয় চার নেতাকে হত্যা করে দেশে এক কলঙ্কিত অধ্যায়ের সূচনা করা হয়। জাতি এমন কলঙ্কিত অধ্যায় দেখতে চায় না। বাংলাদেশের রাজনীতিকে মেধাশূন্য করার জন্য হত্যার সাথে জড়িতদের বিচারের দাবি জানান।