রবিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২১, ১০:১০ পূর্বাহ্ন
খবরের আলো ডেস্ক :
আরও একটি বিয়ের পথে এগিয়ে যাচ্ছে একটি প্রেম। বলিউড তারকা রণবীর কাপুরের হাত ফসকে বেরিয়ে গেছে অনেক কিছু। সেসব নিয়ে যেটুকু হতাশা ছিল, তা সম্ভবত কেটে গেছে। এবারের গিঁট শক্ত ভীষণ। আর ফসকাবে বলে মনে হয় না। জানা গেছে, অনেক বেতাল সময় পিছে ফেলে তালে ফিরেছেন রণবীর। চুটিয়ে প্রেম করছেন বলিউড তারকা আলিয়া ভাটের সঙ্গে।
রণবীরের সঙ্গে প্রেম ও বিয়ে নিয়ে বেশ আলোচনার মধ্যে রয়েছেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট। এই দুই তারকার পরিবার তাদের সম্পর্ক নিয়ে ইতিবাচক হলেও এখনই বিয়ে করতে চাচ্ছেন না তারা। তবে আগামী বছরের শেষ তারা বিয়ের বন্ধনে আবদ্ধ হতে পারেন বলেও গুঞ্জন শোনা যাচ্ছে।
বিয়ের তারিখ ঠিক না থাকলেও এটা নিশ্চিতভাবে বলাই যায় যে আগামী বছরই বাজবে বিয়ের সানাই। এরই মধ্যে দুই পরিবারের মধ্যে কথা পাকা-পাকি হয়ে গেছে। কাপুর খান্দানের গোপন সূত্রে জানা গেছে, ঋষি কাপুর একটু সুস্থ হয়ে উঠলেই বিয়ের প্রস্তুতি শুরু হবে। ইতিমধ্যে ব্যাপক কেনাকাটা করতে দেখা গেছে আলিয়াকে। অনেকে সমালোচনাও করেছেন। পরিবারের মুরুব্বি অসুস্থ আর মেয়েটা নাকি শপিং করে বেড়াচ্ছে! এখন বোঝা গেল ঘটনা।
এ প্রসঙ্গে আলিয়া বলেন, চাইলেই তো যখন তখন বিয়ে করা যায় না। সময় হলে অবশ্যই বিয়ের খবর সবাইকে জানাব।
রণবীর সাংবাদিকদের সামনে বলেছেন, নতুন প্রেম বেশ উপভোগ করছেন তিনি। তিনি বলেন, ‘এটা সব সময়ই রোমাঞ্চকর। নতুন মানুষ, নতুন স্পন্দন। পুরোনো সবকিছু নতুন নতুন লাগে। এখন মনে হয় আমি আগের থেকে অনেক ভারসাম্যের মধ্য দিয়ে যাচ্ছি। আমি তো সম্পর্কের ওপর বিশেষভাবে জোর দিই। এমনকি আঘাতও ভালো লাগে। বছর কয়েক আগেও আমার এমন অনুভূতি হতো না।’
দীপিকা পাড়ুকোন, ক্যাটরিনা কাইফের পর এবার আলিয়া ভাটের সঙ্গে জড়িয়েছে রণবীর কাপুরের নাম। পরিচালক অয়ন মুখোপাধ্যায়ের ‘ব্রহ্মাস্ত্র’ ছবির শুটিং সেট থেকে সেটা শুরু। ছড়াতে ছড়াতে ডালপালা ছড়িয়েছে গল্পের। কয়েক দিন আগে সেই গুঞ্জনের আগুনে ঘি ঢেলেছেন আলিয়া ভাট নিজেই। ‘কফি উইথ করণ’ অনুষ্ঠানে জানিয়েছিলেন, প্রেমে পড়ার প্ল্যান আর নেই তাঁর। সরাসরি রণবীরকে বিয়ে করে ফেলতে চান তিনি।