খবরের আলো ডেস্ক :
নতুন কোচের অধীনে স্প্যানিশ লা লিগার প্রথম ম্যাচেই স্বস্তির জয়ের দেখা পেয়েছে রিয়াল মাদ্রিদ। যদিও দুর্বল প্রতিপক্ষ ভায়োদলিদের বিপক্ষে ম্যাচে গোলের জন্য দলটিকে অপেক্ষা করতে হয়েছে ৮২ মিনিট পর্যন্ত।
এর আগে লা লিগার পাঁচ ম্যাচে পরাজয় ও ড্র’য়ের বৃত্তে বাধা পড়ে ছিলো টানা তিনবারের ইউরোপা চ্যাম্পিয়নরা। ম্যাচের ৮২ মিনিটে তরুণ তুর্কি ব্রাজিলিয়ান ভিনিসিয়াস জুনিয়রের একটি লক্ষ্যভ্রস্ট শট প্রতিপক্ষের খেলোয়াড় কিকোর শরীরে লেগে ভায়োদলিদের জালে জড়ায়। আত্মঘাতি গোলেই স্বস্তি ফেরে রিয়াল শিবিরে। ৮৮ মিনিটে স্পট কিক থেকে দলের জয় নিশ্চিত করেন সার্জিও রামোস। অন্তর্বর্তকালীন কোচ সান্তিয়াগো সোলারিকে লা লিগায় প্রথম জয় এনে দিলেন শিষ্যরা।
১১ ম্যাচে পাঁচ জয় ও দুই ড্রয়ে ১৭ পয়েন্ট নিয়ে ষষ্ঠস্থানে আছে রিয়াল মাদ্রিদ। সমান সংখ্যক ম্যাচ থেকে সাত জয় ও তিন ড্রয়ে ২৪ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে গতবারের চ্যাম্পিয়ন বার্সেলোনা। দ্বিতীয় স্থানে থাকা অ্যাতলেটিকো মাদ্রিদের পয়েন্ট ২০।