বুধবার, ০৩ মার্চ ২০২১, ০৮:৩৩ অপরাহ্ন
তীয় দফা সংলাপ করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চিঠি দেবে জাতীয় ঐক্যফ্রন্ট। শনিবার রাতে ঐক্যফ্রন্টের বৈঠকে এমন সিদ্ধান্তের পর রোববার বেলা ১১টায় ঐক্যফ্রন্টের নেতা আ ও ম শফিক উল্লাহ ওই চিঠি নিয়ে আওয়ামী লীগের ধানমন্ডির কার্যালয়ে রওয়ানা করেছেন।
গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মহসিন মন্টুর ধানমন্ডির বাসা থেকে চিঠি নিয়ে তিনি রওয়ানা হয়েছেন। সঙ্গে আছেন জগলুল হায়দার আফ্রিক ও মোস্তাক হোসেন।
আ ও ম শফিক উল্লাহ গণমাধ্যমকে চিঠি নিয়ে রওয়ানা করার বিষয়টি নিশ্চিত করেছেন।