সোমবার, ০৮ মার্চ ২০২১, ১১:৫৯ পূর্বাহ্ন
মিঠুন বসাক, সিরাজগঞ্জ প্রতিনিধি ; সিরাজগঞ্জ উল্ল্যাপাড়ায় ১২৭ বোতল ফেন্সিডিলসহ এক মাদক বিক্রেতাকে আটক করেছে হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশ। আটককৃত জেনারুল (২২) চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থানার পাকাটোলা গ্রামের সাদেকুর রহমানের ছেলে।
হাটিকুমরুল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল কাদের জিলানী জানান, গত(৩ নভেম্বর) শনিবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে হাটিকুমরুল গোলচত্বরে যাত্রীবাহী ন্যাশনাল ট্রাভেলস্ বাসে তাল্লাশি চলিয়ে চালিয়ে ১২৭ বোতল ফেন্সিডিলসহ জেনারুলকে আটক করা হয়।
আটককৃতর বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।