খবরের আলো:
নারাণগঞ্জ জেলা প্রতিনিধি : রোববার ভোরে উপজেলার দিঘীবরাব ও চনপাড়া পুর্নবাসন কেন্দ্র এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো, দিঘীবরাব এলাকার আবু তাহেরের ছেলে সুজন, সুলতানবাগ এলাকার নুরুল হকের ছেলে মিজান, বন্দর থানার চানপুর এলাকার বিল্লাল হোসেনের ছেলে শামিম ও মুরাদপুর এলাকার মৃত ইমান আলীর ছেলে রাজা মিয়া ওরফে বকুল।
পুলিশ জানায়, গ্রেফতারকৃতরা সকলেই রূপগঞ্জের বিভিন্ন এলাকায় ইয়াবা ট্যাবলেটসহ বিভিন্ন ধরনের মাদক বিক্রি করে আসছিলো। চনপাড়া পূর্নবাসন কেন্দ্র এলাকা থেকে ১০০ পিছ ইয়াবা ট্যাবলেটসহ রাজা মিয়া ওরফে বকুল, শামিমকে, দিঘীবরাব এলাকা থেকে ২০ পিছ ইয়াবা ট্যাবলেটসহ সুজন ও সুলতানবাগ এলাকা থেকে ২০ পিছ ইয়াবা ট্যাবলেটসহ মিজানকে গ্রেফতার করা হয়। এদের নামে ।অনেক অভিযোগ পাওয়া যায় এলাকাবাসী এদের ব্যাপারে তথ্যদেন তারা দির্ঘদিন এ মাদক ব্যাবসা করে বলে ।অভিযোগ পাৗয়া য়ায় এ ব্যপারে রূপগঞ্জ থানায় মাদক দ্রব্যে নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।