শুক্রবার, ২৭ মে ২০২২, ০৮:৪৭ পূর্বাহ্ন
রাজু হাওলাদার স্টাফ রিপোর্টার : আশুলিয়ায় ৩৬ বোতল বিদেশী মদ ও ৯৬০ বোতল বিয়ারসহ সোহেল নামক একজনকে আটক করেছে আশুলিয়া থানার পুলিশ। এ সময় তার ব্যবহিত গাড়িটি জব্দ করে।
সোমবার (৫ নভেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আশুলিয়ার বিকেএসপি এলাকার হোটেল লাসানিয়ার সামনে থেকে সোহেল কে আটক করা হয়।
আটককৃত সোহেল রানা বগুড়া জেলার শাজাহানপুর নামক একটি এলাকার মোখলেসুর রহমান এর ছেলে সে এই সকল মাদকদ্রব্যসহ ঢাকার গুলশান থেকে বগুড়ার উদ্দেশ্যে রওনা করেছিলো।
আশুলিয়া থানার (এএসআই )রাহাদ খান বলেন, গোপান সংবাদ ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এসময় তার ব্যবহিত গাড়ি ভিতর থেকে ৩৬ বোতল বিদেশী মদ এবং ৯৬০ বোতল বিয়ারস উদ্ধার করা হয়। তার ব্যবহিত গাড়িটিও জব্দ করা হয়।
এ ব্যাপারে আশুলিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে বলে জানান।