খবরের আলো ডেস্ক :
ভারতের কর্ণাটক উপনির্বাচনে কংগ্রেসের কাছে বড় ব্যবধানে হারলো বিজেপি। মোট ৫টি আসনের ৪টিতেই জয় পেয়েছে কংগ্রেস, অপরটি জিতেছে বিজেপি। ২০১৯ সালের লোকসভা নির্বাচনের আগে এমন পরাজয়ে হতভম্ব বিজেপি নের্তৃবৃন্দ। এনডিটিভি।
নির্বাচনটি হয়েছে কর্নাটকে বিজেপির ঘাঁটি বাল্লারি জেলায়। বাল্লারির তফসিলি সম্প্রদায়ের জন্য সংরক্ষিত লোকসভা আসনগুলোর ৩টি এবং রাজ্যসভার ২টিতে ভোট অনুষ্ঠিত হয়।
কর্নাটকে বর্তমানে কংগ্রেস ও জনতা দল (সেকুলার) জোট ক্ষমতায়। উপনির্বাচনে জোটের এ জয়কে সমর্থকদের জন্য ‘দিওয়ালি উপহার’ হিসেবে বর্ণনা করেছেন কর্নাটকের মুখ্যমন্ত্রী ও জনতা দলের নেতা এইচডি কুমারাস্বমি।
ভারতীয় গণমাধ্যম বলছে, কর্নাটক উপনির্বাচনকে লোকসভা নির্বাচনের আগে ‘হোমওয়ার্ক’ হিসেবে নিয়েছিল কংগ্রেস। যাতে জয় পেল দলটি।