সোমবার, ০১ মার্চ ২০২১, ০৩:১৫ পূর্বাহ্ন
আনোয়ার হোসেন শ্রীপুর গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের শ্রীপুর পৌর এলাকার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মাওনা চৌরাস্তায় বাসের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। মঙ্গলবার দুপুরে মাওনা উড়াল সেতুর দক্ষিণ পাশে এ ঘটনা ঘটে।
নিহত কলেজ ছাত্র শিহাব হোসেন (২২) উপজেলার বেড়াইদেরচালা গ্রামের সাইফুল ইসলামের ছেলে। সে গাজীপুরের কাজী আজিমউদ্দিন কলেজের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিল।
মাওনা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ(ওসি) দেলোয়ার হোসেন জানান, দুপুর দেড়টায় মোটরসাইকেলে করে শিহাব মাওনা চৌরাস্তার দিকে যাচ্ছিল। এ সময় মাওনা উড়াল সেতুর কিছুটা দক্ষিণে একটি বাস তাকে ধাক্কা দিলে তিনি মটরসাইকেল হতে সড়কে ছিটকে পড়েন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘাতক বাসকে আটক করা যায়নি। মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।