শনিবার, ২৩ জানুয়ারী ২০২১, ০১:৩৭ অপরাহ্ন
খবরের আলো:
বুধবার, ০৬ মে :সাতক্ষীরা সদর উপজেলার লাবসা ইউনিয়নের কৈখালীতে স্ত্রীকে পিটিয়ে হত্যা করে স্বামী পারিয়েছে বলে অভিযোগ উঠেছে।
সাতক্ষীরার কাটিয়া ফাঁড়ির ইনচার্জ ও মামলার তদন্তকারী কর্মকর্তা ইন্সপেক্টর মিজানুর রহমান জানান, মঙ্গলবার দুপুরে স্বামী ওহিদুজ্জামান স্ত্রী ডলি খাতুনকে পিটিয়ে সংকটাপন্ন অবস্থায় সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করে। সেখানেই ডলির মৃত্যু হয়।
এ ঘটনায় তার ভাই বাবলু হোসেন স্বামীসহ চারজনকে আসামি করে সাতক্ষীরা সদর থানায় মামলা করেছে।
ইন্সপেক্টর মিজান জানান, তিনি কৈখালীর ওই ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বুধবার দুপুরে ডলির মরদেহের ময়নাতদন্ত করা হবে। স্বামী ওহিদ পলাতক রয়েছে। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।