শুক্রবার, ১৫ জানুয়ারী ২০২১, ০৯:৫৯ অপরাহ্ন
খবরের আলো ডেস্ক :
বাহুবলীর অভিনেত্রী তামান্না ভাটিয়াকে বিয়ে করতে যাচ্ছেন পাকিস্তানের সাবেক অলরাউন্ডার আব্দুল রাজ্জাক! ভারতের বিভিন্ন সংবাদ মাধ্যমে এমন শিরোনামের খবর ভাইরাল হয়েছে।
শুধু এতটুকুই নয়, সামাজিক যোগাযোগ মাধ্যমে দু’জনের যুগল একটি ছবি ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে জুয়েলারির দোকানে তামান্না ও রাজ্জাক গয়না দেখছেন।
বেশ কিছুদিন আগে থেকেই এই দুজনের প্রেম নিয়ে গুঞ্জন ছিল। এখন তাই সবাই ধরে নিয়েছেন, বিয়ের কেনাকাটা শুরু হয়ে গেছে দুজনের।
কিন্তু ভারতজুড়ে যখন লকডাউন চলছে, তখন এভাবে কেনাকাটা সম্ভব নয়, এমন যৌক্তিক বিষয়ও তুলে ধরছেন অনেকে। এসবের মাঝে মুখ খুলেছেন তামান্না নিজে।
গয়না কেনাকাটার সেই ছবির কথা উল্লেখ করে তামান্না বলেন, ‘ছবিটি বেশ পুরোনো। ২০১৭ সালের। দুবাইয়ের একটি জুয়েলারির দোকানের উদ্বোধনে আমরা দুজনই আমন্ত্রিত ছিলাম। সেই ইভেন্টেরই একটি ছবি ভাইরাল হয়েছে।’