বৃহস্পতিবার, ২১ জানুয়ারী ২০২১, ০৩:১৪ পূর্বাহ্ন
খবরের আলো ডেস্ক :
বিশ্বজুড়ে নভেল করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসা সেবা দিতে গিয়ে আক্রান্ত হয়েছেন ৯০ হাজার স্বাস্থ্যকর্মী। এর মধ্যে ২৬০ জনেও বেশি নার্স মারা গেছেন।
আলজাজিরা জানায়, জেনেভা ভিত্তিক ইন্টারন্যাশনাল কাউন্সিল অব নার্স (আইসিএন) এক বিবৃতিতে এমন তথ্য দিয়েছে।
বিশ্বজুড়ে ৯০ হাজার স্বাস্থ্যকর্মী আক্রান্তের ঘটনা নিশ্চিত হওয়া গেলেও এই সংখ্যা দ্বিগুণ হতে পারে বলে আইসিএন জানিয়েছে। এর মধ্যে ২৬০ জনেরও বেশি নার্স করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন।
করোনা চিকিৎসা দিতে গিয়ে পর্যাপ্ত স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী (পিপিই) সংকটের কারণে এত বেশি স্বাস্থ্যকর্মী আক্রান্ত হচ্ছে বলে সংস্থাটি জানায়।
এদিকে যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স জানায়, বিশ্বজুড়ে করোনায় আক্রান্তের সংখ্যা ৩৬ লাখ ৯০ হাজার ছুঁই ছুঁই। এর মধ্যে মারা গেছেন দুই লাখ ৫৮ হাজারের বেশি মানুষ।