বৃহস্পতিবার, ২৮ জানুয়ারী ২০২১, ১২:৩৭ পূর্বাহ্ন
খবরের আলো:
বৃহস্পতিবার, ০৭ মে :গোপালগঞ্জে করোনা পরিস্থিতি কিছুটা উন্নতির দিকে। আক্রান্ত ১ চিকিৎসক, ১ নার্স ও ১৬ জন পুলিশ সদস্যসহ মোট ৪১ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। গত দুই সপ্তাহে জেলায় মাত্র দুই জনের দেহে কোভিড শনাক্ত হয়েছে। সব মিলে মোট আক্রান্তের সংখ্যা ৪৪ জন।মুকসুদপুর উপজেলায় ১ চিকিৎসক ও ১৬ পুলিশ সদস্যসহ ১৭ জন, টুঙ্গিপাড়া ৯ জন, কাশিয়ানীতে ৫ জন, গোপালগঞ্জ সদরে ৮ জন এবং কোটালীপাড়া ১ সেবিকাসহ ২ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন।
আক্রান্ত বাকি ৩ জনের মধ্যে ১ জন ঢাকায়, ১ জন বাড়িতে ও ১ জন হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে। বৃহস্পতিবার দুপুওে এসব তথ্য নিশ্চিত করেছেন, সিভিল সার্জন ডাঃ নিয়াজ মোহাম্মদ।
তিনি আরও জানান, গত ৯ এপ্রিল গোপালগঞ্জে গোভিড শনাক্ত হওয়ার পর থেকে আজ পর্যন্ত জেলায় মোট শনাক্ত হয়েছে ৪৪ জন। এরমধ্যে গোপালগঞ্জ সদরে ৯, মুকসুদপুরে ১৮, কাশিয়ানীতে ৫, টুঙ্গিপাড়ায় ১০ ও কোটালীপাড়ায় ২ জন জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়। জেলায় এ পর্যন্ত মোট ১১৩০ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয়েছে।