বুধবার, ১৪ এপ্রিল ২০২১, ০১:৪০ অপরাহ্ন
খবরের আলো:
শুক্রবার, ০৮ মে :লালমনিরহাটে জ্বর, সর্দি ও গলাব্যাথা নিয়ে আবু তালেব নামে এক গামের্ন্টসকর্মীর মৃত্যু হয়েছে। তার বাড়ি সদর উপজেলার তেলিপাড়া গোল্ডেন বাজারের ভাটাপাড়া এলাকায়।
শুক্রবার হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু ঘটে।
লালমনিরহাট সদর উপজেলা স্বাস্থ্য ও প: প: কর্মকর্তা ডা. দিপঙ্কর রায় জানান, বেশ কয়েকদিন আগে আবু তালেব জ্বর, সর্দি ও গলাব্যাথা নিয়ে নারায়ণগঞ্জ থেকে বাড়ি আসেন।
শুক্রবার গুরুতর অসুস্থ হলে তাকে সদর হাসপাতালে নিয়ে যাওয়ার সময় তার মৃত্যু ঘটে। মৃত আবু তালেবসহ ৩ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। তার লাশ বিশেষ ব্যবস্থায় দ্রুত দাফন করেছে স্থানীয় প্রশাসন।