খবরের আলো:
অভিজিৎ কুমার দাস সিরাজগঞ্জ প্রতিনিধিঃসিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সলঙ্গায় ৩টি পিস্তল, ৬টি ম্যাগজিন ও ১৩টি গুলিসহ এক অস্ত্র ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
শুক্রবার (৮ মে) রাত ৮টার দিকে সলঙ্গা থানার হাটিকুমরুল গোলচত্বর এলাকার সিএনজি স্ট্যান্ড হতে সিরাজগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) তাকে অস্ত্র সহ আটক করেন।
আটককৃত আসামি মোঃ লিটন হোসেন মেহেরপুর জেলার গাংনী উপজেলার কাজীপুর গ্রামের মৃত নূরুল ইসলামের ছেলে।
ডিবি সিরাজগঞ্জ এর তথ্যানুযায়ী জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ওসি (ডিবি) মোঃ মিজানুর রহমান এর নেতৃত্বে এসআই মোঃ নাজমুল হক সঙ্গীয় ফোর্স সহ সলঙ্গা থানাধীন হাটিকুমরুল সিএনজি স্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করেন।
এসময় একটি ৯এমএম ও দুইটি ৭.৬২ এমএম পিস্তল,০৬টি ম্যাগজিন এবং ১৩টি গুলিসহ তাকে আটক করা হয়।