রবিবার, ১১ এপ্রিল ২০২১, ১১:৫৮ অপরাহ্ন
খবরের আলো : করুণার প্রভাব পড়েছে মিডিয়াতেও। সব ধরনের শুটিংয়ে কাজ বন্ধ করা হয়েছে।সংগঠনের নিষেধাজ্ঞা মেনেই, কিন্তু এর ভিতর ঘটলো অন্যরকম কান্ড ,কিছু অনলাইন পোর্টালের নিউজ ,রটেকোনশুটিং হাউজে শুটিং হচ্ছে এবং সেখানে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেত্রী উর্মিলা শ্রাবন্তী কর ।এ নিয়ে এই অভিনেত্রী উর্মিলা শ্রাবন্তী কর, পড়েছেন বিব্রতকর অবস্থায়। অভিযোগ উঠে যে সম্প্রতি ঢাকার অদূরে হাসনাহেনা শুটিং হাউসে এনটিভিতে আগামী ঈদে প্রচারের উদ্দেশ্যে একটি সাত পর্বের নাটকের শুটিং করেছিলেন। পরিচালক আদিবাসী মিজান, পরবর্তীতে জানাজানি হওয়ায় এর কাজটি হয়নি ।
এই নাটকে কাজ করেছিলেন জনপ্রিয় অভিনেত্রী উর্মিলা শ্রাবন্তী কর এমন অভিযোগ উঠেছে, তবে এই অভিযোগ ভিত্তিহীন ও বানোয়াট বললেন এই অভিনেত্রী ।
এই সম্পর্কে উর্মিলা বলেন ,আমার মায়ের ক্যান্সার। দেড় মাস হল অপারেশন হয়েছে ,কমবেশি সবাই এই খবর জানে। করুনার কারনে মাকে নিয়ে অনেক বেশি সচেতন থাকতে হচ্ছে। মায়ের অসুস্থতার জন্য আমি মানসিকভাবে ভেঙে পড়েছে সারাক্ষণ মায়ের পাশে থাকতে হয়। একটি প্রোডাকশন থেকে আমার নিকট কাজের জন্য ডেট চাওয়া হয় ।একটি অসমাপ্ত কাজ সমাপ্ত করতে হবে ।আমি স্পষ্ট জানিয়ে দেই বাসার এই পরিস্থিতিতে এবং মহামারী করুনা ভাইরাস এর মধ্যে আমি কোথাও যেতে পারবো না।
পরিস্থিতি ভালো হলে পরবর্তিতে আমি ডেট মিলিয়ে অবশ্যই কাজটি শেষ করে দিব। কিন্তূ এর একদিন পরেই এই শূ্টিং কে কেন্দ করে মিডিয়ায় লাগাতার ভুল নিউজ শেয়ার করা শুরু করেছেন। একদিকে মায়ের অসুততা অন্য দিকে এমন দূর ব্যাবহার আমাকে মানসিক যন্ত্রনা দেচ্ছে।আমি যেখানে যাইনি বা করিনি তা খবরের আকারে চলে এলো আচ্ছা আপনারা হাসনা হেনা শুটিং হাউজের সি সি ক্যামেরা ফোটেজ চেক করছেননা কেন ? আমি শুটিং এ গিয়েছি প্রমান দিতে পারলে যেকোন শাস্তি মাথা পেতে নিব। আমি শুটিংয়ে যাইনি আমার নামে মিতথা রটনা করা হচ্চে ।আমাকে ওহেতুক ভুল বোজে নিউজ করবেন না। প্লিজ ।এই অভিনেত্রী আরো বলেন,আমার ক্যারিয়ারের শুরু থেকে সাংবাদিক ভাইদের সহযোগীতা পেয়েছি। আশাকরি আগামিতেও আপনাদের সেই সহযোগীতা অব্যহত থাকবে।
ছবি: সংগূহীত