সোমবার, ১২ এপ্রিল ২০২১, ০১:৩২ পূর্বাহ্ন
এই রুপালী গিটার ফেলে, এক দিন চলে যাবো দূরে বহু দূরে… গানে গানে কথা গুলো বলে গিয়েছিলেন বাংলা ব্যান্ড সঙ্গীতের কিংবদন্তী শিল্পী আইয়ুব বাচ্চু। গানের কথার মতই রুপালী গিটার ফেলে তারা ভরা রাতের শেষে এক সকালে সবাইকে কাঁদিয়ে উড়াল দিল আকাশে। সবাইকে কাঁদিয়ে চলে গেলেন না ফেরার দেশে।
বাংলা সঙ্গীত জগতের অন্যতম জনপ্রিয় শিল্পী আসিফ আকবর। তার সাথে বেশ সখ্যতা ছিলো আইয়ুব বাচ্চুর। আসিফ আকবরের মা কে মা বলে ডাকতেন তিনি। আইয়ুব বাচ্চুর হুট করে এমন চলে যাওয়া যেন কিছুতেই মেনে নিতে পারছেন না আসিফ। আর তাইতো তার প্রতি শ্রদ্ধা দেখিয়ে
বাংলা গানের যুবরাজ ফেসবুকে ঘোষণা দিয়েছিলেন এখন থেকে তিনি কনসার্টে আইয়ুব বাচ্চুর গান গাইবেন। সেই প্রতিশ্রুতির আগেই তিনি প্রিয় মানুষটিকে সম্মান জানান একটি মৌলিক গানের মাধ্যমে।
মঙ্গলবার গানটির রেকর্ড শেষ হয়েছে। গানটির গীতিকার, সুরকার ও সংগীত পরিচালানা করেছেন তরুণ মুন্সী। তিনি বলেন, ‘গানটি ধ্রুব মিউজিক স্টেশনের ব্যানারে শিগগিরই ভক্তরা শুনতে পাবেন। গানটি নিয়ে ধ্রুব গুহ দাদার বিশেষ পরিকল্পনা আছে। মূলত গানটি তার পরিকল্পনাতেই করা হয়েছে। রেকর্ডিংয়ের কাজ পুরোপুরি শেষ হওয়ার পর মিউজিক ভিডিওর কাজ শুরু হবে।’
ফেসবুকে গানটির লিরিক প্রকাশ করেন গায়ক আসিফ আকবর। গানের কথাগুলো হলো- ‘এমন তো কথা ছিল না/তুমি চলে যাবে এভাবে/ছিড়ে ফেলে সব মায়ার বাঁধন/সবার মনে ব্যাথা দিয়ে আবার ও দেখা হবে/তুমি রবে অনুভবে/এই বাংলার পতাকায়/যেখানেই থাকো ভাল থেকো/আকাশের তারায় তারায়…’
উল্লেখ্য, ১৮ অক্টোবর হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেন এলআরবি ব্যান্ডের আইয়ুব বাচ্চু। তাকে চট্টগ্রামে পারিবারিক কবরস্থানে মায়ের পাশে সমাহিত করা হয়েছে।