শনিবার, ১০ এপ্রিল ২০২১, ০৯:১৪ অপরাহ্ন
খবরের আলো ঃ
স্টাফ রিপোর্টার :শেখ মিজানুর রহমান
সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সাবেক সভাপতি বর্তমান মিরপুর প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা আবু জাফর সূর্য ও তার স্ত্রী লাভলী আক্তার খানম, করোনা ভাইরাসে আক্রান্ত বৃহস্পতিবার (২৮ মে) রাতে খবরের আলো রিপোর্টার কে নিজেই এ তথ্য নিশ্চিত করেছেন। আবু জাফর সূর্য খবরের আলো কে বলেন, সম্প্রতি ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) আমি নমুনা পরীক্ষা করাই৷ করোনার সব উপসর্গ থাকার পরও সেখানে আমার রিপোর্ট নেগেটিভ আসে৷ সেসঙ্গে রিপোর্টটিতে আমার ঠিকানাও ভুল ছিল৷ বিষয়টা আমার খটকা লাগে৷ পরে বুধবার (২৭ মে) আমি ও আমার স্ত্রী লাভলী আক্তার জাতীয় প্রেসক্লাবে নমুনা পরীক্ষা করাই৷ বৃহস্পতিবার আমাদের দুইজনেই পজেটিভ এসেছে৷ আমরা দু’জনই এখন বাসায় আইসোলেশনে রয়েছি৷ বাসায় আমার দুই মেয়ে রয়েছে৷ তাদেরও নমুনা পরীক্ষা করা হবে৷
তিনি তার সুস্থতার জন্য সকলের নিকট দোয়া কামনা করেছেন।