সোমবার, ১১ জানুয়ারী ২০২১, ০৩:১৭ অপরাহ্ন
খবরের আলোঃ
নিজস্ব প্রতিবেদক
পল্লবী থানা আওতাধীন বেশ কিছুদিন যাবৎ সাংবাদিক পরিচয় দিয়ে কিছু সংখ্যক হলুদ সাংবাদিক (সোর্স সাংবাদিক নামে পরিচিত) এদের উৎপাত এত বেশি বেড়ে গিয়েছে এলাকার জনসাধারণ এখন আতঙ্কের মধ্যে বিরাজমান আছেন।
এমতা অবস্থায় পল্লবী থানা আওতাধীন ‘ব্লক ‘ এ সেকশন. ১১ ‘ নাম ও পরিচয় গোপন রাখার শর্তে জানান ‘ আমি মিরপুর পল্লবী,থানার, ব্লক এ দীর্ঘ ২০ বছর যাবত বসবাস করে আসিতেছি, বর্তমানে কিছু সংখ্যক হলুদ সাংবাদিক (সোর্স সাংবাদিক নামে পরিচিত) তাদের কর্মকান্ড ও উৎপাত এত বেশি, কিন্তু দেখার কেহ নাই মনে হচ্ছে। চাঁদাবাজি, মাদক ব্যবসার সঙ্গে সরাসরি সংশ্লিষ্টতা আছেন নিজ চোখে দেখা, এত ভয়ঙ্কর রক্তচক্ষু ওয়ালা সাংবাদিক আমি কখনোই দেখিনি, এদের চাওয়ার ধরণ টা অন্যরকম প্রথমে তারা আমার নিকট ৩০ হাজার টাকা চাঁদা দাবি করেন, কারণ জানতে চাইলে একপর্যায়ে ৫০ হাজার টাকার কথা বলেন, আমি তখনো ৫০ হাজার টাকা দিতে অপারগ বলে জানাই, তখনই আমাকে ভয়-ভীতি দেখানো শুরু করেন, আমাকে ইয়াবা দিয়ে ধরিয়ে দিবেন আমাকে মাদক ব্যবসায়ী বানাবেন, পল্লবী থানা আমাদের কথার বাহিরে যাবে না, আমরা যা বলব তাই হবে, দেশের কিছু প্রথম শ্রেণীর পত্রিকার নাম ও সাংবাদিক দের সংগে তাদের গভীর সম্পর্ক আছে বলে জানান, আরো বলেন আমরা চাইলেই তোর নামে নিউজ করাতে পারি, এভাবে বলে তাকে ভয়-ভীতি দেখানো হচ্ছে , আমি এই ভুক্তভোগীর নিকট জানতে চাইলাম, আইন-শৃঙ্খলা বাহিনীর নিকট জানানো হয়েছে কিনা, উনি জবাবে বললেন হ্যা জানানো আছে। আমরা যত তাড়াতাড়ি সম্বভ হলুদ সাংবাদিক গনের নাম ও পরিচয় পুরোপুরি তালিকা প্রকাশ করব ।