শনিবার, ১৬ জানুয়ারী ২০২১, ০৯:৪৪ অপরাহ্ন
খবরের আলো;
কৃষ্ণ কুমার শুভ,;নেত্রকোনা জেলা; প্রতিনিধি:
নেত্রকোনায় জাতীয় মৎস্য সপ্তাহ-২০২০ উদ্যাপন উপলক্ষে জলাশয় সংস্কারের মাধ্যমে মৎস্য উৎপাদন বৃদ্ধি শীর্ষক প্রকল্পের অর্থায়নে পোনা মাছ অবমুক্ত করা হয়েছে।
রবিবার (২৬ জুলাই) দুপুরে নেত্রকোনা সদর উপজেলা আমতলা ইউনিয়নের সাগরদিঘিতে প্রধান অতিথি হিসেবে পোনা মাছ অবমুক্ত করেন বীর মুক্তিযোদ্ধা সমাজকল্যাণ প্রতিমন্ত্রী মোঃ আশরাফ আলী খান খসরু, এমপি।
এসময় তিনি বলেন, সরকারের ধারাবাহিক উন্নয়ন কার্যক্রম অব্যাহত রাখতে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা একের পর এক যুগোপযোগী বিচক্ষণ সিদ্ধান্ত গ্রহণ করছেন। যার ফলে দেশের মৎস্য ও প্রাণিসম্পদ সহ সকল ক্ষেত্রেই অসামান্য অগ্রগতি নিয়ে উন্নতির দিকে এগিয়ে যাচ্ছে। শেখ হাসিনার নেতৃত্ব সাধারণ মানুষের ভাগ্যোন্নয়নে সবচেয়ে বড় আশীর্বাদ। তাই তাঁর প্রতিটি দিক নির্দেশনা আমাদের সকলকে সততা ও নিষ্ঠার সাথে পালন করতে হবে।
জেলা মৎস্য কর্মকর্তা ফজলুল কবীরের সভাপতিত্বে পোনা মাছ অবমুক্ত করণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, মৎস্য অধিদপ্তর ময়মনসিংহ-এর উপ-পরিচালক মো: আব্দুল মজিদ, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব, দেওয়ান মোহাম্মদ তাজুল ইসলাম ও জেলা রেডক্রিসেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক গাজী মোজাম্মেল হোসেন টুকু । অনুষ্ঠানে অন্যদের মধ্যে জেলা মৎস্য বিভাগের কর্মকর্তাবৃন্দ ও স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে, ২০১৭-১৮ অর্থবছরে উক্ত প্রকল্পের আওতায়, সাগরদিঘী জলাশয়টি ৬৫ লক্ষ টাকা ব্যয়ে পুনঃ খনন করা হয়। আজ এই জলাশয় কার্প জাতীয় দুইশত কেজি পোনা মাছ অবমুক্ত করা হয়। এর ফলে জলাশয়টিতে মাছের উৎপাদন বৃদ্ধির পাশাপাশি জলাশয়ের তীরবর্তী সুফলভোগীরা আর্থিকভাবে লাভবান হবে।