খবরের আলো :
খালিদ হোসেন মিলু :বদলগাছী(নওগাঁ) প্রতিনিধি ঃ
নওগাঁর বদলগাছীর মিঠাপুর ইউনিয়নে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে শুক্রবার সকাল সূর্যদয়ের সাথে সাথে সকল সরকারি , আধাসরকারি, স্বায়ত্বশাসিত শিক্ষা প্রতিষ্ঠান ও বেসরকারি ভবন সমূহে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে। সকাল সাড়ে ৮ টায় মিঠাপুর ইউনিয়নে শোক দিবস উপলক্ষে জাতীয় পতাকা অর্ধনির্মিত ও শোক পতাকা উত্তোলন সহ কালো ব্যাচ ধারন করা হয় । মিঠাপুর ইউপি প্রাঙ্গনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করা হয়। পুস্পস্তবক অর্পণ শেষে মিঠাপুর ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব ফিরোজ হোসেন এর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় ১মিনিট নিরবতা পালন করা হয়।
উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন মিঠাপুর ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব ফিরোজ হোসেন।
জাতীয় শোক দিবসের গুরুত্বপূর্ণ কিছু কথা তুলে ধরেন বক্তারা। করোনা ভাইরাস প্রতিরোধে সামাজিক দূরত্ব ও সরকারি স্বাস্থ্যবিধি মেনে চলার কথা বলেন।
আলোচনা সভা শেষে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
এসময় উপস্থিত ছিলেন মিঠাপুর ইউনিয়ন আওয়ামীলীগের নেতাকর্মী বৃন্দ, ইউনিয়ন
যুবলীগ এর অাতিক, ছরোয়ার সুমন, সহ ,ছাএলীগ এর পক্ষথেকে অসিত কুমার, রাজু, সজীব, ইমরান, প্রনয় কুমার। এ ছাড়াও মিঠাপুর ইউনিয়ন পরিষদের ইউ পি সদস্যবৃন্দ, সমাজের বিভিন্ন স্তরের মানুষ।