রবিবার, ১১ এপ্রিল ২০২১, ১১:৪৪ অপরাহ্ন
খবরের আলো :
হিউদ্দিন আহমেদ, স্টাফ রিপোর্টারঃ
ময়মনসিংহের ভালুকায় আবারও সড়ক দুর্ঘটনা ঝরে গেলো ৬টি তাজা প্রাণ ময়মনসিংহের ভালুকা উপজেলায় যাত্রীবাহী বাস ও প্রাইভেটকার মুখোমুখি সংঘর্ষ শিশুসহ ছয়জন নিহত হয়েছেন।
আজ (২২শে আগষ্ট শনিবার) সকাল আনুমানিক ৯টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উপজেলার সরকারী কলেজ এর সামনে ইউটার্ন নেওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে।
এ ঘটনায় ১জন শিশু, ২জন নারী ও ৩জন পুরুষসহ মোট ৬জন নিহত হয়েছে। রিপোর্ট লেখা পর্যন্ত নিহতদের পরিচয় জানা যায়নি।
ভালুকা মডেল থানা ও ফায়ার সার্ভিস সূত্রে তথ্য নিশ্চিত হয়েছে।
উপস্থিত আমজনাতারা বলেন, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ভালুকা সরকারি কলেজের সামনে ইউটার্ন নেওয়ার সময় একটি প্রাইভেটকার ও একটি যাত্রিবাহী বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়ে এতে প্রাইভেটকারে থাকা শিশুসহ ৬জনই মারা গেছে।