খবরের আলো :
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: বিয়ের প্রলোভন দেখিয়ে এক কলেজ ছাত্রীকে ধর্ষণের অভিযোগে গাজীপুরের
জয়দেবপুর থানায় মাহিম আহাম্মেদ নামের এক ছাত্রলীগ নেতার বিরুদ্ধে মামলা হয়েছে। মাহিম আহাম্মেদ গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার মাওনা গ্রামের আবুল বাশারের ছেলে। সে মাওনা ইউনিয়ন ১নং ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সভাপতি ও বর্তমানে শ্রীপুর উপজেলা ছাত্রলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদকের দায়িত্বে রয়েছেন। জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান মামলার বরাত দিয়ে জানান, মাওনা চৌরাস্তার একটি বেসরকারী কলেজের ২য় বর্ষের শিক্ষার্থীর সাথে মাহিম আহমেদের বেশ কিছুদিন ধরে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। এরই এক পর্যায়ে বিয়ের প্রলোভন দেখিয়ে মাহিম আহমেদ গাজীপুর সদরের একটি অবকাশ কেন্দ্রে নিয়ে শিক্ষার্থীকে নিয়ে জোর পূর্বক ধর্ষণ করে। এ ঘটনায় ইতিমধ্যেই মামলা রুজু হয়েছে, এবং অভিযুক্তকে ধরার চেষ্টা চলছে।