মঙ্গলবার, ০৯ মার্চ ২০২১, ০৬:২২ পূর্বাহ্ন
খবরের আলো :
রাজশাহীর কর্ণহার থানাধীন এলাকায় র্যাবের সঙ্গে গুলি বিনিময়কালে এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত ব্যক্তি একজন মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় মাদকের সাতটি মামলা রয়েছে বলে দাবি করেছেন র্যাব।
গতকাল বৃহস্পতিবার রাতে আফি নেপালপাড়ায় ‘গোলাগুলি’র এ ঘটনা ঘটে।
নিহত হাসিবুল হোসেন ঘোষ পবা উপজেলার দামকুড়া থানার সোনাকান্দি গ্রামের বাসিন্দা।
সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, র্যাবের একটি নিয়মিত টহলদল গত রাতে আফি নেপালপাড়ায় গেলে একটি আমবাগানের মধ্যে তিন-চারজনকে দেখতে পায়।
এ সময় র্যাব তাদের আত্মসমপর্ণের নির্দেশ দেয়। দুর্বৃত্তরা র্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়ে। র্যাবও পাল্টা গুলি ছুড়লে হাসিবুল গুলিবিদ্ধ হন। অন্যরা পালিয়ে যায়। হাসিবুলকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এসময় ঘটনাস্থল থেকে একটি পিস্তল, একটি ম্যাগাজিন, দুটি গুলি ও ৭৮ বোতল ফেনসিডিল উদ্ধার করার দাবি করেছে র্যাব।