শনিবার, ১৬ জানুয়ারী ২০২১, ০৮:১৫ অপরাহ্ন
সাম্প্রতিককালে বিষয়টি নজরে আসলে মুন্নাকে পুলিশ গ্রেপ্তার করে অবশেষে স্বীকারোক্তিতে মুন্না বলেন এ পর্যন্ত পাঁচ থেকে ছয়টি কম বয়সী নারীর লাশের সাথে যৌনতা করেছে।
মুন্নার মামা যতন কুমার বলেন মুন্না ঘরের পাশেই থাকতো এবং নেশা করত,ডোম ঘরে লাশ আসলে মুন্না তার মামা ডুম যতন কুমারকে জানাতো এবং যতন কুমার এসে পোস্টমাডাম এর কাজ ছেড়ে চলে যেত এর বেশি যতন কুমার কিছুই বলতে পারেনা।
ডাক্তারদের মতে মস্তিষ্কের বিকৃতি ঘটে এ ধরনের কাজ করতে পারে অপরাধীরা।