‘জাতির পিতার সম্মান, রাখবো মোরা অম্লান’ এই স্লোগানকে সামনে রেখে ঢাকার দোহার উপজেলায় দোহার উপজেলায় কর্মরত প্রজাতন্ত্রের কর্মচারীবৃন্দের অায়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যের অবমাননার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে দোহার উপজেলা সরকারী কর্মকর্তা ফোরাম। শনিবার দুপুর ১২টায় দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা এএফএম ফিরোজ মাহমুদ এর সভাপতিত্বে মানববন্ধন শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে প্রতিবাদ সভা করেন।
এ সময়ে অারও উপস্থিত ছিলেন- দোহার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জ্যোতি বিকাশ চন্দ্র, দোহার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জসিম উদ্দিন, দোহার উপজেলা প্রকৌশলী হানিফ মো. মুর্শিদী-সহ সরকারী কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।