সোমবার, ০১ মার্চ ২০২১, ০১:১৪ অপরাহ্ন
খবরের আলো ডেস্ক :
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের একটি বারে বন্দুকধারীর অনবরত গুলিবর্ষণে কমপক্ষে ১২জন আহত হয়েছে। এই ঘটনায় বন্দুকধারী নিহত হয়েছে বলে ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, দক্ষিণ ক্যারোলিনার একটি বারে বুধবার রাতে গোলাগুলির ঘটনা ঘটে।
পুলিশ জানায়, থাউসেন্ড ওকসের বর্ডার লাইন বার অ্যান্ড গ্রিলে কমপক্ষে ৩০ বার গুলি চালানো হয়েছে। এটি লস অ্যাঞ্জেলস থেকে ৪০ মাইল দূরে অবস্থিত। এই ঘটনায় ওই এলাকায় নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে। কর্তৃপক্ষ লোকজনকে ওই এলাকা এড়িয়ে চলার আহ্বান জানিয়েছে।