খবরের আলো :
মোঃ আসাদ মাহমুদঃ
ঢাকার দোহার উপজেলায় শহীদ বুদ্ধিজীবি দিবস ২০২০ উপলক্ষে আলোক প্রজ্জ্বলন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সোমবার সন্ধ্যায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ প্রাঙ্গণে মোমবাতি জ্বালিয়ে অালোক প্রজ্জ্বলন কর্মসূচি পালন করা হয়। এ সময়ে ১৯৭১ সালের এ দিনে দখলদার পাকিস্তানি হানাদার বাহিনী ও তার দোসর রাজাকার আল-বদর, আল-শামসদের হাতে নিহত শহীদ বুদ্ধিজীবিদের গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করা হয় এবং শহীদ বুদ্ধিজীবিদের আত্মার মাগফেরাত কামনা করা হয়।
এ সময়ে উপস্থিত ছিলেন- দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মো. আলমগীর হোসেন, দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা এ.এফ.এফ ফিরোজ মাহমুদ, দোহার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জ্যোতি বিকাশ চন্দ্র, ঢাকা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ফজলুল হক, উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার রজ্জব আলী মোল্লা, দোহার উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম বাবুল ও সাধারণ সম্পাদক আলী আহসান খোকন শিকদার, দোহার উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সুজাহার বেপারী, সাবেক ছাত্র নেতা সুরুজ আলম সুরুজ প্রমুখ।