রবিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২১, ১২:০৩ অপরাহ্ন
খবরের আলো ডেস্ক :
দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে তিন তলাবিশিষ্ট একটি আবাসিক ভবনে শুক্রবার অগ্নিকাণ্ডে সাতজন নিহত হয়েছে। দগ্ধ হয়েছে আরো ১১ জন। দেশটির দমকল বাহিনীর তরফ থেকে এই তথ্য জানানো হয়।
বার্তা সংস্থা ইয়োনহাপের খবরে বলা হয়, হতাহতদের অধিকাংশ দিনমজুর এবং হকার। তাদের সবার বয়স ৪০ থেকে ৬০ বছরের মধ্যে। তারা জীর্ণ এ ভবনের এক রুমের ছোট রুমগুলোতে মেস করে থাকতেন।
ওই ভবনের পাশে বসবাস করা ৬১ বছর বয়সী এক ব্যবসায়ী ইয়োনহাপকে বলেন, ‘আমি চিৎকার শুনে বাইরে বেরিয়ে ওই ভবনে আগুন দেখতে পাই।’ ভবনটি অনেক পুরাতন হওয়ায় এটি বসবাসের জন্য খুবই ঝুঁকিপূর্ণ ছিল। সূত্র : বাসস ও এএফপি