দোহার-নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধিঃ
ঢাকার দোহার উপজেলায় চর নাগেরকান্দা গ্রামে অবৈধভাবে লটাখোলা খালের মাটি ড্রেজার দিয়ে উত্তোলন করে বিক্রি করার ড্রেজার পাইপ ভেঙ্গে দিল উপজেলা প্রশাসন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার উপজেলার চর নাগেরকান্দা গ্রামে নওশেদের ছেলে মুসা লটাখোলা খালের মাটি ড্রেজার দিয়ে উত্তোলন করে বিক্রিয় করছে এমন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় দোহার উপজেলা সহকারী কমিশনার(ভূমি) জ্যোতি বিকাশ চন্দ্র ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময়ে অভিযান চালিয়ে অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে ফসলি জমির মাটি কাটা বন্ধ করে এবং মাটি উত্তোলনের কাজে ব্যবহৃত ১শত ফিট ড্রেজার পাইপ ধ্বংস করে। মালিক পক্ষকে না পাওয়ায় কোন মামলা হয়নি। এ সময় দোহার থানা পুলিশ তাকে সহযোগিতা করেন।
দোহার উপজেলা সহকারী কমিশনার(ভূমি) জ্যোতি বিকাশ চন্দ্র বলেন, অবৈধভাবে খালের মাটি উত্তোলন ও বিক্রির বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।