বৃহস্পতিবার, ১৯ মে ২০২২, ০৪:২৭ পূর্বাহ্ন
আইসিসি নারী টি-টুয়েন্টি বিশ্বকাপে শুরুতেই হোঁচট খেলো বাংলার মেয়েরা। শনিবার (১০ নভেম্বর) ভোরে উদ্বোধনী ম্যাচে বাংলাদেশকে ৬০ রানে হারিয়েছে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ।
বোলিংয়ে শুরুটা দুর্দান্ত করেছিল জাহানারা-রুমানারা। ৫০ রানেই ওয়েস্ট ইন্ডিজের ৫ উইকেট নেই! খাদিজা, রুমানাদের স্পিনে দাঁড়াতেই পারছিল না ওয়েস্ট ইন্ডিজ। মেয়েরা ২০ ওভারে ১০৬ রানেই আটকে দেয় ওয়েস্ট ইন্ডিজের ইনিংস। কিন্তু জবাবে ৪৬ রানেই শেষ হয়ে যায় বাংলাদেশের ইনিংস!
গায়ানায় টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন সালমা খাতুন। পেসার জাহানার দুর্দান্ত বোলিংয়ে বোঝাই যায় সিদ্ধান্তটা খারাপ ছিল না। পরে খাদিজা, রুমানা ও ফাহিমার স্পিনে কাবু হয়ে পড়ে ওয়েস্ট ইন্ডিজের মেয়েরা। নাইট করেন সর্বোচ্চ ৩২ রান। এছাড়া অধিনায়ক এস আর টেলর করেন ২৯। এরপর ম্যাকলিন (১১) ছাড়া কেউই দুই অংকের ঘরে পৌঁছতে পারেননি।
জাহানারা ৩টি, রুমানা ২টি উইকেট লাভ করেন। অধিনায়ক সালমা ও খাদিজা পান একটি উইকেট।
১০৭ রানের জবাবে খেলতে নেমে উইন্ডিজের বোলারদের সামনে একেবারে অসহায় হয়ে পড়ে বাংলাদেশের মেয়েরা। কেউই দুই অঙ্কে যেতে পারেনি। দলীয় সর্বোচ্চ ৮ রান করেন ফারজানা আলম। ১৪.৪ ওভারে অলআউট টাইগ্রেসরা।
৬ রানে ৫ উইকেট নেন ওয়েস্ট ইন্ডিজের দেবান্দ্রা ডোটিন।