শনিবার, ১৭ এপ্রিল ২০২১, ১১:০৯ পূর্বাহ্ন
খবরের আলো :
শামীমা আক্তার:সিনিয়র রিপোর্টার
২১ আমার অহংকার – গর্বিত মায়ের ভাষা, গৌরবের সাথে কথা বলার অহংকার অর্জনের জন্য জানাই সকল ভাষা শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন।
শহীদ দিবস উদযাপন করেছেন ঢাকা মিরপুরের আলোকিত স্বনামধন্য জান্নাত একাডেমী হাই স্কুল । স্কুলের প্রধান শিক্ষক জনাব এ টি এম দেলোয়ার হোসেন খান এর নেতৃত্বে ম্যানেজিং কমিটির সদস্য কাজী শামীমা ওবায়েদ, জনাব ফজলুলহক সহ স্কুলের সিনিয়র শিক্ষক জনাব মোঃ রফিকুল ইসলাম, সিনিয়র শিক্ষিকা আশ্রাফুন নেসা পারুল, শিফট ইনচার্জ বাবু উত্তম কুমার দত্ত, নাজমা আক্তার,শামীম আরা পলি, সিরাজুল ইসলাম সাইফুল হুদা , মোঃ আলমগীর, ইসমতআারা লিপি, সোলেমা ম্যাডাম, দেলোয়ারা বাসার, ফাহমিদা ম্যাডাম, বেবী ম্যাডাম জনাব আকন্দ মাস্টার, তাছলিমা সুলতানা (শিল্পী) ,শিউলি আক্তার, কামরুনাহার, রুনা আক্তার, সুফিয়া খাতুন , ইকবাল হোসেন, লিয়কত মাস্টার,মোঃ শিয়াব হোসেন, মোঃ আল-আমিন, লাইব্রেরী ইনচার্জ,মাসুদা আক্তার, সহ বিদ্যালয়ের সকল শিক্ষক- শিক্ষিকা উপস্থিতি ছিলেন । আরো উপস্থিত ছিলেন,ছাত্র-ছাত্রী বৃন্দ ।
মহামারী করোনা ভাইরাস এর মধ্যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ অনুযায়ী, সামাজিক দূরত্ব বজায় রেখে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন নৈতিক দায়িত্ব পালন করেছেন। শিক্ষক বাবু সমরবড়ুয়া, গান গেয়ে খালি-পায়ে, সকলকে সঙ্গে নিয়ে উচ্চস্বরে, বলতে শোনা যায়, সালাম, রফিক, শফিক বরকত আর ও নাম না জানা মায়ের সন্তানের শ্রদ্ধা সাথে স্বরন করে গান গেয়ে যেমন আমার ভাইয়ের রক্তেরাঙ্গানো ২১ ফেব্রুয়ারী আমিকি ভুলিতে পারি। সালাম, সালাম হাজার সালাম সকল শহীদ স্বরনে পুষ্পস্তবক অর্পণ করেন। আমার হৃদয় রেখে যেতে চায় তাদের স্মৃতি চরণে *********************। পরিশেষে স্কুলের ধর্মীয় শিক্ষক মোঃ কাজী সালাউদ্দিন সকল শহীদদের স্মরণে,দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে সমাপ্তি করেন ।