শনিবার, ১৭ এপ্রিল ২০২১, ১২:২২ অপরাহ্ন
খবরের আলো :
রিপোর্ট করেছেন : নিজস্ব প্রতিবেদক
দাউদকান্দির ডাকাত প্রবন এলাকায় বিকেল ৫.৩০ মিনিটের দিকে দৈনিক খবরের আলো পত্রিকার চিফ ক্রাইম রিপোর্টার মোঃ মিজানুর রহমান স্বাধীন সহ তার পরিবার কে বহন করা হায়েস মাইক্রো বাসটি দাউদকান্দি টোলের সিরিয়ালে অপেক্ষায় থাকা অবস্থায় বা দিক থেকে দুই যুবক একটি মোটরবাইক দিয়ে সাংবাদিক কে বহন করা হায়েস মাইক্রো বাসটি কে ধাক্কা দিয়ে তর্কে লিপ্ত হয়, গাড়ির দরজা খুলে মোটরবাইক চালকের কাছে ধাক্কা দেয়ার কারন জানতে চাইলে নিজেকে স্থানীয় কমিশনার পরিচয় দিয়ে কিছু বুঝে ওঠার আগেই ৩০-৩৫ জন ডাকাত দেশিও ধারালো অস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালিয়ে সাংবাদিক পরিবারের নারী পুরুষ সবাইকে বেধরক পিটিয়ে আহত করে দুটি মোবাইল ফোন, ৪টা ঘড়ি, স্বর্ণালঙ্কার, নগদ আনুমানিক ২৫,০০০টাকা সহ প্রায় ৫ লক্ষ টাকার ক্ষতিসাধন করে পালিয়ে যায়।
দ্রুত আহতদের হাসপাতালে পৌঁছে দিয়ে দাউদকান্দি থানায় আমার পরিবারের লোকজন মামলা করতে গেলে কর্তব্যরত পুলিশ কর্মকর্তারা মামলা নিতে অনীহা প্রকাশ করে, অবশেষে ঊর্ধ্বতন কর্মকর্তাদের হস্তক্ষেপে মামলা নিতে বাধ্য হয়।
বর্তমানে এদেশে অপরাধীরা দলীয় ব্যানার ব্যবহার করে একের পর এক অপরাধ করে অর্থের পাহাড় গড়ছে আর নিজ স্বার্থ উদ্ধারে দলকে জনগণ থেকে বিচ্ছিন্ন করে দিচ্ছে।
একের পর এক অপরাধ করা সত্ত্বেও অপরাধীদের সঠিক বিচার না হওয়ায় অপরাধীরা এখন এ দেশে রাম রাজত্ব কায়েম করছে,সকল অপরাধীদের অতি দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি বিশেষভাবে অনুরোধ করছি