আজ ঐতিহাসিক ৭ মার্চ। বাঙালি জাতির দীর্ঘ স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধের ইতিহাসে এক অনন্য দিন। ১৯৭১ সালের এই দিনে ঐতিহাসিক রেসকোর্স ময়দানে (বর্তমানে সোহরাওয়ার্দী উদ্যান) এক বিশাল জনসমুদ্রে দাঁড়িয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ডাক দেন।
এ দিন লাখ লাখ মুক্তিকামী মানুষের উপস্থিতিতে এই মহান নেতা বজ্রকণ্ঠে ঘোষণা করেন, ‘রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেব, এ দেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম।’
ঘিওর উপজেলা প্রশাসনের আয়োজিত উপজেলা অডিটোরিয়াম হল রুমে ঐতিহাসিক ৭ই মার্চ ২০২১ উদযাপন উপলক্ষে আলোচনা সভা,সাংস্কৃতি অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার আইরিন আক্তার এর সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন – ঘিওর উপজেলা আওয়ামীলীগ সভাপতি ও উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মোঃ হাবিবুর রহমান হাবিব, সহকারী কমিশনার ( ভুমি ), ওয়াদিয়া শাবাব, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক আব্দুল আলিম মিয়া মিন্টু, ঘিওর উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার আব্দুল আজিজ, ঘিওর থানা অফিসার ইনচার্জ রিয়াজ উদ্দিন আহমেদ বিপ্লব, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কাজী মাহেলা,উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মোঃ দবিরুল ইসলাম প্রমুখ।