খবরের আলো রিপোর্ট :
শেখ আমিনুর হোসেন, সাতক্ষীরা ব্যুরো চীফ : জেলা আওয়ামীলীগের শিক্ষা বিষয়ক সম্পাদক জিএম শফিউল আযম লেনিনকে সাতক্ষীরা-৪ আসনে মনোনয়ন দেয়ার দাবিতে শ্যামনগর মিছিল ও সমাবেশ করেছে আওয়ামীলীগের নেতা-কর্মীরা। শুক্রবার উপজেলার ফুলতলা মোড় থেকে মিছিল বের হয় হায়বাতপুর মোড়ে শেষ হয়। মিছিল নেতৃত্ব দেন জেলা পরিষদের প্যানল চেয়ারম্যান ডালিম কুমার ঘরামী, শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের সাতক্ষীরা জেলা শাখার সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, উপজেলা আওয়ামীলীগের শ্রম বিষয়ক সম্পাদক সরদার আতিয়ার রহমান, সদস্য জিএম আব্দুর রাজ্জাক, বাংলাদেশ আওয়ামী স্বাধীনতা প্রজন্মলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক গৌতম কুমার মন্ডল, বুড়িগোয়ালিনী ইউপি সদস্য জিএম আ: রউপ,গাবুরা ইউপি সদস্য আবিয়ার রহমান, আটুলিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি আবুল হাসান প্রমুখ ।
ফুলতলা মোড়ে সমাবেশে বক্তারা বলেন, সাতক্ষীরা-৪ আসনে জিএম শফিউল আযম লেনিনই আওয়ামীলীগের যোগ্য প্রার্থী। দলের চরম দুঃসময়ে তিনি নেতা-কর্মীদের পাশে ছিলেন। অন্য নেতাদের সবসময় খুঁজে পাওয়া যায়নি। তাই এই আসনটিতে আওয়ামীলীগকে বিজয়ী হতে লেনিনকে মনোনয়ন দেওয়ার দাবী জানান নেতৃবৃন্দ।