রবিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২১, ১২:৩৭ পূর্বাহ্ন
নারাণগঞ্জ জেলা প্রতিনিধি : একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে উৎসব মুখোর পরিবেশে আওয়ামী লীগের দলীয় মনোনয়নপত্র বিক্রি শুরু হয়েছে। আজ দ্বিতীয় দিনে আওয়ামী লীগের মনোনয়ন পত্র ক্রয় করেছেন নারায়ণগঞ্জ ১ ( রূপগঞ্জ বর্তমান এমপি বিশিষ্ট শিল্পপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক । রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা গোলাম দস্তগীর গাজীর মনোনয়নপত্র উত্তোলন করেছে।
রূপগঞ্জ উপজেলা যুবলীগ নেতা বলেন, রূপগঞ্জের মাটি, গাজী সাহেবের ঘাটি।
কায়েত পাড়া ইউনিয়নের সাবেক স্কুল শিক্ষক বলেন, আমরা রূপগঞ্জের ৮০ ভাগ মানুষ গোলাম দস্তগীর গাজীকে ভালোবাসি তাই আজ এখানে তার মনোনয়ন ফরম তুলতে এসেছি। আমার বিশ্বাস বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা গোলাম দস্তগীর গাজীর হাতে নৌকা তুলে দেবেন।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট গ্রহণ আগামী ২৩ ডিসেম্বর। মনোনয়ন পত্র দাখিলের শেষ তারিখ ১৯ নভেম্বর। প্রার্থীদের মনোনয়নপত্র বাঁছাইয়ের শেষ তারিখ ২২ নভেম্বর এবং প্রার্থীতা প্রত্যাহারে শেষ তারিখ ২৯ নভেম্বর।
জানা গেছে আ.লীগের মনোনয়নপত্র ক্রয়কারী একাধিক পার্থী রয়েছে তাদের মাঝে গোলাম দস্তগীর এমপি গাজীর অ্ন্যতম ।