রবিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২১, ০৬:১৯ অপরাহ্ন
খবরের আলো :
এশিয়া কাপের ১৪তম আসরের রোমাঞ্চকর ফাইনালে টসে জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠিয়েছে ভারত।
বাংলাদেশ সময় বিকাল সাড়ে ৫টায় দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে খেলাটি শুরু হয়।
অতীতের সব স্মৃতি ভুলে এবার বাংলাদেশ চায় নতুন শুরু। ভারতকে হারিয়ে চায় এশিয়ার শ্রেষ্ঠত্বের মুকুট।
যদিও চলতি এশিয়া কাপে এখন পর্যন্ত অপরাজিত ভারত। আর সব মিলিয়ে বাংলাদেশ জিতেছে তিন ম্যাচ, দুটি ম্যাচ হেরেছে ভারত আর আফগানিস্তানের কাছে।
ভারত একাদশ: রোহিত শর্মা, শিখর ধাওয়ান, অম্বাতি রাইডু, দিনেশ কার্তিক, মহেন্দ্র সিং ধোনি, কেদার যাদব, রবীন্দ্র জাদেজা, ভুবনেশ্বর কুমার, জাসপ্রিত বুমরাহ, কুলদীপ যাদব, যুজবেন্দ্র চেহেল।
আজ বাংলাদেশ দলে পরিবর্তন একটি। মুমিনুল হকের জায়গায় দলে এসেছেন বাঁহাতি স্পিনার নাজমুল ইসলাম অপু।
বাংলাদেশ একাদশ: মাশরাফি বিন মুর্তজা, লিটন কুমার দাস, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, নাজমুল ইসলাম অপু, মেহেদী হাসান মিরাজ, রুবেল হোসেন, মুস্তাফিজুর রহমান, ইমরুল কায়েস, সৌম্য সরকার, মোহাম্মদ মিঠুন।