বৃহস্পতিবার, ২৫ ফেব্রুয়ারী ২০২১, ১০:২৭ পূর্বাহ্ন
খবরের আলো :
ফিলিপাইনেমাদকবিরোধী অভিযানে কেবল আগস্ট মাসেই ৪৪৪ জন সন্দেহভাজন নিহত হওয়ার তথ্য জানিয়েছেন দেশটির মাদক নিয়ন্ত্রণ সংস্থা। এছাড়া মাদকের বিরুদ্ধে অভিযানে গত দুই বছরে দেড় লাখের বেশি মানুষকে গ্রেফতার করা হয়েছে ৷
ফিলিপাইন ড্রাগ এনফোর্সমেন্ট এজেন্সি আরও জানায়, ২০১৬ সালে শুরু হওয়া এই অভিযানে এখন পর্যন্ত মোট ৪ হাজার ৮৫৪ জন নিহত হয়েছেন। সরকারের দাবি, যারা পুলিশকে বাধা দিয়েছে, কেবল তাদের ওপরই গুলি চালানো হচ্ছে ৷
দেশটির আইনশৃংখলা বাহিনী জানায়, মাদকবিরোধী অভিযানে অন্তত ১২টি মাদক তৈরির কারখানা ধ্বংস করা হয়েছে। ২২৩টি মাদকের আস্তানা গুঁড়িয়ে দেয়া হয়েছে। অভিযানে জব্দ হওয়া মাদকের বাজারমূল্য প্রায় ২৪ বিলিয়ন ফিলিপিনো পেসো বা প্রায় সাড়ে চারশ মিলিয়ন ডলার৷
মানবাধিকার কর্মীরা শুরু থেকেই অভিযানে মৃত্যুর এসব ঘটনাকে ‘বিচারবহির্ভূত হত্যাকাণ্ড’ বলে আসছে। তাদের অভিযোগ, সরকারি হিসেবে মৃত্যুর সংখ্যা অনেক কমিয়ে দেখানো হচ্ছে; আসল সংখ্যা ১২ হাজারের বেশি।