খবরের আলো রিপোর্ট :
সাভারের আশুলিয়ায় ডাকাতের গুলিতে আবুল সরকার (৫৫) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। তাদের মারধরে আহত হয়েছেন পরিবারের অন্য তিন সদস্য। রবিবার ভোরে দুর্গাপুর সরকার বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ব্যবসায়ী ওই এলাকার হালিম সরকারের ছেলে।
জানা গেছে, রাত সাড়ে তিনটার দিকে একতলা বাড়ির জানালার গ্রিল কেটে ১০/১২ সদস্যের একদল ডাকাত ভেতরে প্রবেশ করে। বাড়ির সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে স্বর্ণালঙ্কার ও নগদ টাকা এবং গৃহকর্তার লাইসেন্সকৃত বন্দুক লুট করে। লুটপাট শেষে পালিয়ে যাওয়ার প্রাক্কালে গৃহকর্তা আবুল সরকার এক ডাকাতকে জাপটে ধরে ফেললে তাকে ছাড়িয়ে নিতে অপর এক ডাকাত তাকে পেটে গুলি ও কুপিয়ে গুরুতর আহত করে।
এ সময় আবুল সরকারকে বাঁচাতে এগিয়ে আসলে তার ভাই মকবুল সরকারসহ পরিবারের অপর দুই সদস্যকে পিটিয়ে আহত করে ডাকাতরা।
আশুলিয়া থানার ওসি রিজাউল হক দিপু ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনায় জড়িতদের সনাক্ত করার চেষ্টা চলছে।