শুক্রবার, ০৫ মার্চ ২০২১, ১০:৫৮ অপরাহ্ন
রাজৈর প্রতিনিধি মাদারীপুর: মাদারীপুর জেলা রাজৈর উপজেলার উওর উল্লাবাড়ীতে পুড়নো কায়দায় গতকাল আনুমানিক রাত ৩ ঘটিকার সময় ডাকাতী সংঘঠিত হয়েছে। পুলিশ ও এলাকা বাসির মাধ্যমে যানা যায় উওর উল্লাবাড়ীর বাসিন্দা জ্ঞানন্দ্ মরামী এর বাড়ীতে একদল ডাকাত ঘরের ডোয়ায় সিত কেটে ভিতরে প্রবেশ করে ঘরের লোকজনকে জিম্মি করে নগত ৩৫০০০ ( পয় ত্রিশ হাজার) টাকা ও ২.৫ ভরি স্বনর্র্ সহ কয়েক লক্ষাধিক মালমাল নিয়ে পালাবার সময় এলাকার লোক জন এক ডাকাতকে হাতে নাতে পেফতার করে। পরে পুলিশ এসে আটককৃত ডাকাতকে পুলিশ হেফাজতে রাজৈর থানায় নিয়ে আসেন। এ ব্যাপারে রাজৈর থানার ভারপ্রপ্ত কর্র্মকর্তা জিউল মোর্শেদ বলেন গৃহকর্তার ঘরের মেঝে মাটির হওয়ায ডাকাত দল সহজেই মাটি কেটে ঘরে প্রবেশ করে পরে এলাকা বাসির সহযোগিতায় এক ডাকাতকে আটক করা হয়। আটককৃত ডাকাত মোঃ মাহবুব তার প্রামের বাড়ী খান্দারপাড় মুকসুদপুর গোপালগঞ্জ প্রথমিক অরস্হায় যানা যায়।