মঙ্গলবার, ০২ মার্চ ২০২১, ১১:১৮ পূর্বাহ্ন
খবরের আলো :
আগামী ৪ অক্টোবর (বৃহস্পতিবার) থেকে শুরু হতে যাচ্ছে দেশব্যাপী উন্নয়ন মেলা। দেশের প্রতিটি জেলা এবং উপজেলাতে এ মেলা অনুষ্ঠিত হবে। চলবে ৬ অক্টোবর পর্যন্ত।
গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ওইদিন সকাল ১০টায় মেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সবগুলো মেলায় ভিডিও প্রজেক্টরের মাধ্যমে উদ্বোধনী অনুষ্ঠান দেখানো হবে। জেলা ও উপজেলাগুলোতে স্থানীয় প্রতিষ্ঠানগুলো অংশ নিলেও ঢাকার বাণিজ্য মেলার মাঠের উন্নয়ন মেলায় সবগুলো মন্ত্রণালয় এবং তাদের অধীনস্ত বিভাগগুলো অংশ নেবে।