শুক্রবার, ২৭ মে ২০২২, ০৯:৩২ পূর্বাহ্ন
মো: জসীম উদ্দীন চৌধুরী: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে চাঁদপুরের বিভিন্ন আসনে বিএনপির দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন অনেকে। গতকাল ১২ নভেম্বর বিএনপি কেন্দ্রীয় কার্যালয় থেকে তাঁরা দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেন।
চাঁদপুর-১ (কচুয়া) আসনে সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আনম এহছানুল হক মিলনের পক্ষে তাঁর সহধর্মিণী ও বিএনপি নেত্রী নাজমুন নাহার বেবী, চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনে ইঞ্জিঃ মমিনুল হক, চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে সাবেক এমপি লায়ন হারুনুর রশিদ ও অ্যাডঃ আব্বাস উদ্দিন, চাঁদপুর-৩ (সদর ও হাইমচর) আসনে সাবেক এমপি এসএ সুলতান টিটু, সাবেক এমপি প্রফেসর এম আব্দুল্লাহ (ঐক্যফ্রন্ট (এলডিপি) থেকে), জেলা বিএনপির আহŸায়ক শেখ ফরিদ আহমেদ মানিক, কেন্দ্রীয় বিএনপি নেতা কামাল উদ্দিন চৌধুরী দলের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন বলে জানা গেছে। আজ মঙ্গলবার সাবেক এমপি জিএম ফজলুল হক, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও চাঁদপুর পৌরসভার সাবেক চেয়ারম্যান শফিকুর রহমান ভূঁইয়াসহ আরো অনেকে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করবেন বলে জানা গেছে।
এদিকে গতকাল সোমবার সকাল ১০টা ৫০ মিনিটে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে থেকে ফেনী-১ আসনের জন্যে দলীয় চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষে ফরম গ্রহণ করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তাঁর হাতে ফরম তুলে দেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। প্রথমদিন বিএনপি দলীয় মনোনয়ন প্রত্যাশীদের কাছে ১ হাজার ৩শ ২৬টি ফরম বিক্রি হয়েছে বলে কেন্দ্রীয় অফিস সূত্রে জানা গেছে।