নারাণগঞ্জ জেলা প্রতিনিধি : নারায়নগঞ্জের রূপগঞ্জ ডিশ ক্যাবল ইন্টারনেট ক্যাবল আরো বিভিন্ন কম্পানির তার কর্তন। ১৩-১১-২০১৮মঙ্গলবার রূপসীতে ঘটনা সূএে জানা যায় ভোরের দিকে আনুমানিক ৭- ৮টা হবে এক কুচক্র মহলের কাকের দলের লোভ লেগেছে ব্যাবসায়ীদের উপর অভিযোগ সুএে তদন্ত সাপেক্ষে জানাগেছে ভুয়া রাজনীতিবিদ ক্ষমতাসীন কিছু নেতাদের রূপগঞ্জ ডিজিটাল ক্যাবল নেটওয়ার্কের সাথে দির্ঘোদিন জামেলার সংবাদ প্রকাশ হয়েছে তার কোনো মিমেংসার সুরাহ পাওয়া যাইনি তাদের দন্দের কাছে সাধারন জনগন জিম্মি বিনেদন টিভি চ্যানেলের আনন্দ উপভোগ থেকে আতংকিত তাদের দাবী এই ভাবে আর কতদিন চলবে। এইসব বিশৃংখলার অভিযোগ রূপগঞ্জ
থানাতে কয়েক ধাপে অভিযোগ গিয়েছে এর চূরান্ত সমাধান আজো হয়নি জনগন কেনো তাদের কাছে জিম্মি থাকবে উপরের আইন শৃংখলা বাহিনীর দৃষ্টি আর্কষন করার জন্য সাধারন জনগনের অনুরোধ । অপরাধী সন্ত্রাসিদের খোজে বের করে গ্রেফতার করে আইনের আওতায় এনে কঠিন শাস্তির বিধান রেখে তাদের শাস্তি প্রধান করা হউক । তারা যেই হউক আইনের উর্দ্ধে কেউই নয় যারা জনগনের বিনেদন নিয়ে ছিনি মিনি খেলে তারা সমাজ সেবক না তারা কোনো রাজনৈতিক নেতা না তারা সন্ত্রাস তারা দেশদ্রহী তারা হাইব্রীড।সাধারন গ্রাহকরা বলে আমরা টাকা দিয়ে ডিশ চ্যানেল দেখি মাসে ৫০০- ৭০০ টাকা দিয়ে ইন্টারনেট ব্যাবহার করি কোনো নেতারা মাতবররা আমাদের টাকা দেয়না নিজের কামায়ের টাকা দিয়ে বিনেদন উপভোগক করি তাদের মাথা ব্যাথা কোথায় জোর যার মুল্লোক তার তাদের শিয়াল কুকুরের কামরা কামরিতে গ্রাহকরা ঠিক মতন বিনেদন পাচ্চেনা টিভি চ্যানেল দেখতে পারছেনা ক্যাবল তার কাটা কাটির কারনে একমাএ সন্ত্রাসিরা ও চাদাবাজরাই পারে সাধারন জনগনকে আতংকিত করে জিম্মী করে রাখে জনগন আইনকে সম্মান করে বলেই চুপ করে থাকে তারা বলে আমরা চাই আইন তাদের বিচার করবে