শনিবার, ১৬ জানুয়ারী ২০২১, ১০:২২ অপরাহ্ন
শাহাদাৎ হোসেন শাহীন নারাণগঞ্জ জেলা প্রতিনিধি: আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়নগঞ্জ-৩ (সোনারাগাঁ) আসনে জাতীয় পার্টি (কাজী জাফর) অংশের প্রার্থী হিসেবে মনোনয়ন দেয়া হয়েছে সুপ্রীমকোর্টের আইনজীবি শফিউদ্দিন ভূঁইয়াকে। জাতীয় রাজনীতিতে সমঝোতা হলে তিনিই হবেন বিএনপি, ২০/২৩ দলীয় জোট এবং জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী।
সোনারাগাঁয়ের রাজনীতিতে শফিউদ্দিন ভুঁইয়া পরিচিত মুখ। তিনি ছাত্রাবস্থাথেকেই রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। ৬৯ এর এর গণ অভ্যূত্থানে সক্রিয় এই রাজনীতিবীদের ১৯৭১ এ মহান মুক্তিযুদ্ধে রয়েছে বীরত্বপূর্ণ ভূমিকা। এরপর ১৯৭২ এ জাসদ ছাত্রলীগের তৎকালীন বৈদ্যারবাজার মহকুমার প্রতিষ্ঠাকালীন সভাপতি ও নারায়নগঞ্জ জেলা ছাত্রলীগের (জাসদ) সহ সভাপতি। এরপর ১৯৭৫ এ সোনারাগাঁ উপজেলা জাসদের সভাপতির দায়িত্ব পালন করেন।
এরপর রাজনৈতিক পট পরিবর্তনে জাতীয় পার্টিতে যোগ দিয়ে জাতীয় পার্টির কেন্দ্রীয় আইন বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করেন। ১৯৮৬ সালে সোনারাগাঁ থেকে তিনি জাতীয় পার্টির মনোনয়ন নিয়ে লাঙ্গল প্রতীকে নির্বাচন করেন।
২০১৪ সালে জাতীয় পার্টি ভেঙ্গে গেলে তিনি কাজী জাফরের নেতৃত্বে রাজনীতিতে সক্রিয় রয়েছেন। বর্তমানে তিনি জাতীয় পার্টির (জাফর) প্রেসিডিয়াম সদস্য ও জাতীয় আইনজীবি ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটিতে রয়েছেন।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, শফিউদ্দিন ভূঁইয়ার মতো উচ্চ শিক্ষিত, পাকা ও সত্যিকারের রাজনীতিবীদদের হাতেই সোনারগাঁয়ের নেতৃত্ব আসা দরকার।