বৃহস্পতিবার, ১৯ মে ২০২২, ০২:১৮ পূর্বাহ্ন
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুর্ঘটনা মোকাবেলায় মহড়া অনুষ্ঠিত হবে বৃহস্পতিবার (১৫ নভেম্বর)। এই মহড়ায় বিমানবন্দর ও সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেবেন।
এ প্রসঙ্গে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) জনসংযোগ কর্মকর্তা রেজাউল করিম বলেন, দুর্ঘটনা মোকাবেলায় বিমানবন্দরে কর্মরত বিভিন্ন সংস্থার কর্মকর্তা-কর্মচারীদের দক্ষ করে তুলতে এই অায়োজন।
তিনি জানান, বৃহস্পতিবার সকাল ১০টায় মহড়ার কার্যক্রম পরিদর্শন করবেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এ কে এম শাহজাহান কামাল। তার সঙ্গে থাকবেন বেবিচকের ঊর্ধ্বতন কর্মকর্তারা।